এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের এক প্রসূতীর অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে করুন মৃত্যু দেখে, গুনাইঘর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক জি,এস মোঃ মুকুল হোসেন’র উদ্যোগে নিজ অর্থায়নে গুনাইঘর ইউনিয়নে করোনা আক্রান্ত সহ শ্বাসকষ্টের রোগীদের সেবায় ১০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ‘অক্সিজেন সেবা চালু করেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার গুনাইঘর আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ‘অক্সিজেন সেবা’ প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
গুনাইঘর ইউনিয়ন আ’লীগ’র সভাপতি জিএস মুকুল হোসেন’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ওবায়দুল হাসান রাসেল’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারী সরকারী কলেজ’র সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদ’র সাধারন সম্পাদক ও সাবেক ইউনিয়ন আ’লীগ’র সভাপতি বিকাশ কুমার দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা মোঃ আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন, মোঃ মোখলেসুর রহমান ভূঁইয়া, মোঃ কবির হোসেন, মোঃ শামিম আহমেদ, মোঃ গোলজার আমিন প্রমূখ।
গুনাইঘর ইউনিয়ন আ’লীগ’র সভাপতি জিএস মুকুল হোসেন বলেন, গত সপ্তাহে গুনাইঘর গ্রামে একজন প্রসূতী অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেছেন। অনেক জায়গায় অক্সিজেন চেয়েছি, সবগুলো সেবা সংগঠনের নিকট আর কোন অক্সিজেন সিলিন্ডার ছিলনা, তাই এ উদ্যোগ নেই। এছাড়াও করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় শ্বাসকষ্টের রোগীদের অক্সিজেন প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমার নিজ এলাকায় একটি শক্তিশালী সেচ্ছাসেবক টিমের মাধ্যমে খাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণের পাশাপাশি নিজ অর্থায়নে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘অক্সিজেন সেবা’ চালু করলাম।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com