এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় রোববার সকালে কুমিল্লা দেবীদ্বার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন করেছে।
স্কুল এন্ড কলেজ'র অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম'র সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মতিউর রহমান'র সন্ঝালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই স্কুল এন্ড কলেজ'র চেয়ারম্যান ডাঃ মানছুরুল হক।
ওই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বপরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ আলোচনা সভার ও দোয়ার আয়োজন করা হয়।
ওই আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ'র সদস্য মোহাম্মদ আলী মোল্লা, সহকারী প্রধান শিক্ষক মারুফ আহমেদ, সহকারী শিক্ষক ও সাংবাদিক এ আর আহমেদ হোসাইন, রাশেদুল আলম, জাকির হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, সুমন মিয়া, মোসাৎ বিলকিস বেগম,নিলা পারভিন, মৌসুমী বেগম, নারগিস বেগম প্রমুখ।