দেবীদ্বার, প্রতিনিধি।।
কুমিল্লা দেবীদ্বার উপজেলা উপ-নির্বাচনেবিএনপির প্রার্থী চুড়ান্ত হয়েছেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এএফএম তারেক মুন্সি।
সোমবার সকালে উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিষয়টি নিশ্চিত করে বলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি, দেবীদ্বারের চার বারের সাবেক(এমপি) আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সির স্বমর্থীত এএফএম তারেক মুন্সি দলের প্রার্থী হয়ে আজ কেন্দ্র থেকে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করবেন।
ওই দিকে গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।একই সাথে তিনি উপজেলা আওয়ামীলীগেরও সভাপতি ছিলেন।গত ১৭ জানুয়ারী নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে ওই শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ফেব্রুয়ারী,বাছাই ৪ ফেব্রুয়ারী ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারী।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com