দেবীদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা দেবীদ্বার ৪ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের রক্তঝরা দিনগুলোতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে কুমিল্লার বিভিন্ন অঞ্চল পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। এরই ধারাবাহিকতায় এদিন দেবীদ্বার মুক্ত হয়।
দিবসটি কে কেন্দ্র করে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা চত্ত্বর ও গণকবরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা থানা সংসদ ও পৌর প্রশাসন। এছাড়া ব্লাড ক্যাম্প দেবীদ্বার কর্তৃক আয়োজন করা হয়,পথচারীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরন।
উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার'র সভাপতিত্বে ও ব্লাড ক্যাম্প সদস্য আল আমিন কিবরিয়ার সন্ঝালনায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া,পৌর আওয়ামীলীগের সভাপতি সাম্ভাব্য মেয়র প্রার্থী হাজী আবুল কাশেম চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা স্বপন মোল্লাসহ আরো অনেকে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com