নিউজ ডেস্ক।।
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আউয়াল হোসেন বাদী হয়ে দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক, সম্পাদক ও রিপোর্টার মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার ঢাকা সি.এম.এম আদালতে তিনি এ মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লোখ করেন গত ২১ মার্চ ও ২৯ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় কাউন্সিলর মোঃ আউয়াল হোসেন বিরুদ্ধে মিথ্যা ও মান-হানিকর, অসত্য সংবাদ প্রকাশ করে।
বাদী পক্ষের এড. শাহিন, এড. ইরফান ইলাহী, এড. মোঃ রিফাত উদ্দিন এবং এড. মোঃ শফিক জানায়, কাউন্সিলর মোঃ আউয়াল হোসেন দলমত নির্বিশেষে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তাছাড়া তিনি একজন সফল ব্যবসায়ী। রিপোর্টার মাহাবুব আলম লাভলু উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
আইনজীবি আরো বলেন, বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করে বিষটি তদন্ত করে রিপোর্ট প্রদান করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ প্রদান করেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com