নেকবর হোসেন।।
কুমিল্লায় লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তবে আজ থেকে সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। যাদের কাগজপত্র- হেলমেট নেই, তাদের ঠিকানা লিখে রাখা হয়েছে। তাদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের পর কাগজপত্র ও হেলমেট ছাড়া রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
কুমিল্লা নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান এর নির্দেশে বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাসের নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচারাভিযান চলে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা আজ থেকে মোটরসাইকেল চালকদের ধরে তাদের ঠিকানা-নম্বর লিখে রাখছি। ১৫ দিনের সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে তারা মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট সংগ্রহ করবে। নতুবা নির্দিষ্ট সময় পর তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন মূলত সচেতনতামূলক প্রচার অর্থাৎ কাউন্সিলিং শুরু করেছি। অচিরেই ট্রাফিক সপ্তাহের আয়োজন করে জরিমানা শুরু করবো।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com