মোঃ মহিবুল ইসলাম।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউপির বাতাবাড়িয়া গ্রামের উত্তর পাড়া মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ আলিফ মাহমুদ আদিব ২০২৪ সালে পবিত্র হজ্জে অংশগ্রহণের উদ্দেশ্যে পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আদিবের বাড়ি থেকে মক্কার দূরত্ব প্রায় ৭৮১০ কি.মি. এর বেশী।
স্থানীয় সুত্রে জানা যায়, আদিবের বাবা মারা গেছে প্রায় ১২ বছর পূর্বে, বর্তমানে আদিব স্ব-পরিবারে ঢাকায় বসবাস করেন। পায়ে হেঁটে হজ্জযাত্রার লক্ষে বাড়িতে এসে মিলাদ ও দোয়ার আয়োজন করে শনিবার (৮ জুলাই) বেলা ১১ টার সময় নিজ এলাকা থেকে পায়ে হেঁটে হজ্জযাত্রা শুরু করেন।
আরো জানা যায়, আদিব বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েতসহ মোট ৬ টি দেশ অতিক্রম করে পবিত্র মক্কায় প্রবেশ করবেন। কুমিল্লা থেকে ঢাকা হয়ে মাওয়া- বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবেন।
আদিব জানান, তিনি ইতিপূর্বে ৬৪ জেলায় সাইকেল দিয়ে ভ্রমণ করেছেন, সে থেকে বিগত ১ বছর পবিত্র মক্কায় পায়ে হেঁটে হজযাত্রা করার পরিকল্পনা করে আসছেন তিনি।
আদিব দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
উপজেলার বটতলী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বিষয়টি আনন্দের, আমরা গর্বিত।
আমি তার সমস্ত কাগজপত্র দেখে ইউনিয়ন পরিষদ থেকে সব প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছি। কোন সহযোগিতার প্রয়োজন হলে আমরা তা করবো।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com