নিউজ ডেস্ক।।
নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গত ২ অক্টোবর রোববার সকাল দশটায় প্রথম দিনের প্রথম অধিবেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল পুষ্পার্ঘ্য অর্পণ ও আনন্দ রেলি বের করা হয়। রেলির নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উক্ত সংগঠনের উপদেষ্টা নাজমুল হাসান ফারুক রোমেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের চেয়ারম্যান শাহ্ মজিবুল হক সহ ক্যাডেট ফোরামের সকল ক্যাডেটরা।
প্রথম সেশনে কেক কাটার ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব উন্নয়নের উপ পরিচালক মোঃ শামসুজ্জামান।
দ্বিতীয় সেশন দুপুর তিনটায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউটে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উন্মোচন করা হয় বাংলাদেশ ইয়ুথ কেডেট ফোরামের একটি ম্যাগাজিনের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com