নেকবর হোসেন।।
নানা আয়োজনে কুমিল্লায় যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয়েছে।
২৫ ডিসেম্বর শনিবার সকালে নগরীর বাদুরতলা রিভাইভ্যাল ব্যাপ্টিষ্ট চার্চে বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
অনুষ্ঠানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্যে সকলের কাছে দোয়া চান এবং ৪১ সালের বাংলাদেশ বিনির্মানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগোতে হবে বলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, রিভাইভ্যাল ব্যাপ্টিষ্ট চার্চে আহবায়ক মিন্টু দাস, সাধারণ সম্পাদক মিস্টার এনথনি বিশ্বাস, ট্রেজারার মিঃ শ্রী দেলা বিশ্বাস, মিসেস শারলি বারই ও এনি দেবনাথসহ আরো অনেকে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com