নিজস্ব প্রতিবেদক।।
নানা আয়োজনে শহরতলীর ঐতিহ্যবাহী বি এ মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নবেম্বর) এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রাইম ব্যাংক কর্মকর্তা কামাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, এড.হোসনেয়ারা বেগম বকুল,দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহম্মেদ নিয়াজ পাবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের।
মিলাদ ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়দৈল জামে মসজিদ এর খতিব মাওলানা মো.শরিফুল ইসলাম। এসময় কে. হোসেন গ্রুপ এর স্বত্বাধিকারী কামাল হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মেম্বার, ইউপি মেম্বার জসিম উদ্দিন, আসলাম খান সহ দলীয় নেতা-কর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া এসএসসি পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রফুল্ল রাখতে র্যাগ-ডে এর আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা উপলক্ষে পরীক্ষার্থীদের প্রদান করা হয় প্রীতি উপহার। বর্ণিল সাজে সাজানো হয় স্কুল ক্যম্পাস।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com