অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামের জামালখানে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বাম গণতান্ত্রিক আয়োজিত সমাবেশে নারীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আকাশ চৌধুরীকে জামায়াত থেকে ঘোষণা দিয়ে বহিষ্কার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, গত বুধবারের ঘটনায় করা মামলায় আকাশ চৌধুরীকে খুঁজছিল পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জামাল খান প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে কয়েক দফায় হামলা হয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীদের মারধর করে ‘শাহবাগ বিরোধী জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা। হামলায় আকাশ চৌধুরী সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের লাথি মেরে আলোচনায় আসে। এ ঘটনায় আগেও দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে বুধবার রাতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করেছিল সংগঠনটির নেতা-কর্মীরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com