স্টাফ রিপোর্টার।।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, অন্তবর্তী সরকার বা প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যারা ভেবেছিল, এদেশে আর নির্বাচন হবে না। সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। নানা কথাবার্তার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরই সে বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে।
তিনি সোমবার (৯ জুন) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডাঃ তাহের আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চৌদ্দগ্রামবাসীর সাথে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। আজ সোমবার প্রথম গণসংযোগ শুরু করেছি, মিয়াবাজার উজিরপুর থেকে। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রামে গণসংযোগ করা হবে।
উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার, মহানগরী সেক্রেটারী মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শিল্পপতি কামাল উদ্দিন।
মিয়াবাজারে গণসংযোগ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান শেষে ডাঃ তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। পরে তিনি কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com