মো: বিল্লাল হোসেন।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান এমপি বলেছেন, নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের ভবিষ্যত প্রজন্মকে নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ধর্মের সঠিক শিক্ষাকে যদি কাজে লাগানো যায় তাহলে একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারন শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন ৷ আজকের দিনে সাধারন শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে ভাগ করার কোন সুযোগ নাই৷
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মো মনিরুল হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা ছারোয়ার খান, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূইয়া।
বার্ষিক মিলাদ মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন সাহেবাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান৷ এছাড়া, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ৷
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com