ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহকারী প্রক্টর শারমিন সুলতানা এর মেয়াদ পূর্ণ হওয়ায় এবং পরবর্তী মেয়াদ বর্ধিতকরণ বা বিলোপ কোনো প্রকার অফিস আদেশ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।
শনিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পাঠানো শারমিন সুলতানার এক পদত্যাগপত্র থেকে এ তথ্য জানা যায়।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ৬ এপ্রিল ২০২২ ইং তারিখে দুই (২) বছর মেয়াদে সহকারী প্রক্টর পদে নিয়োগপ্রাপ্ত হয় যা গত ৫ এপ্রিল ২০২৪ তারিখ মেয়াদ পূর্ণ হয়। পরবর্তীতে উক্ত পদে মেয়াদ বর্ধিতকরণ বা বিলোপ কোনো প্রকার অফিস আদেশ পাইনি। এরুপ অনিশ্চয়তার মধ্যে প্রক্টরিয়াল বডির দায়িত্ব পালনে ব্যর্থ হই।
তিনি আরো জানান, একান্ত ব্যক্তিগত ব্যর্থতার বিপরীতে দায়িত্বশীল কারও পদায়ন কামনা করে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com