নিজস্ব প্রতিবেদক।।
পদ যাত্রার নামে সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিন জেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান শাহীনের আহবানে, যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুছ ছোবহান খন্দকার সেলিমের নেতৃত্বে সোমবার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা (দঃ) আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন যুবলীগ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কুমিল্লা দঃ জেলা যুবলীগ নেতা সুমির বড়ুয়া তপু, ইসরাক মাহাম্মুদ মাসুদ, এড. নজরুল ইসলাম, মির্জা ফারুক জিয়াউর রহমান নয়ন, আবদুল করিম মিয়াজি, আলাউদ্দিন রিপন, এয়ার আহম্মেদ সেলিম, কাজী ফোরকান আহাম্মেদ সবুজ, জাহিদুল হাসান পলাশ মোঃ রাশেদুল ইসলাম আশরাফ সহ দক্ষিণ জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com