নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা শহরতলীর মদিনগর এলাকার অধিবাসী হাজী আমির আলী (৮২) গত শনিবার গভীর রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি---রাজিউন)। মরহুম হাজী আমির আলী বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর ফিল্ড সার্ভিস প্রোগ্রাম আমিনুল ইসলাম মাখন, নোয়াখালি জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক জহিরুল ইসলাম রতন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি এ এইচ এম তারিকুল ইসলাম এর পিতা।
জানা যায়, হাজী আমির আলী বেশ কিছুদিন যাবত বাধক্যজনিত রোগে ভোগছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়। শনিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মরহুম আমির আলী মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সহ নাতি-নাতনী, আত্মীয় স্বজন, বহু শুভাকাঙ্খি ও গুনগ্রাহি রেখে গেছেন। বিশিষ্ঠ সমাজসেবক ও দানবীবীর হাজী আমির আলীর মৃতুতে কুমিল্লার বিশিষ্ট জনেরা গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
রবিবার বাদ জোহর রংপুর-মদিনগর মাদানীয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা অনুুুষ্ঠিত হয়। এসময় মরহুমের কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন, বার্ডের পরিচালক আবদুল কাদের,গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডা.মুজিবুর রহমান, জেলা ডিপ্লোমা পরিবার পরিকল্পনা এসোশিয়েশন এর সভাপতি আবুল কালাম,মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী এ কে এম এমদাদুল হক মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল করীম মোহন, সমাজ সেবক ফরহাদ হোসেন ভূইয়া প্রমুখ। পরে তাকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com