আরাফাত হোসেনঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল ও শীতবস্ত্র প্রদান করেন এসকিউ গ্রুপের চেয়ারম্যান কুমিল্লার বরুড়া উপজেলার কৃতি সন্তান এ জেড শফিউদ্দিন শামীম। নিজ কার্যালয় গনভবনে কম্বল ও শীতবস্ত্র অনুদান হিসেবে গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
এই সময় প্রধানমন্ত্রী বলেন, একটানা ১৪ বছর ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করতে পারছি সেগুলো দৃশ্যমানও হচ্ছে, চোখেও পড়ছে।সমাজের কোনো মানুষই অবহেলিত থাকবে না, মানবেতর জীবনযাপন করবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেসব ব্যবস্থা করে দিচ্ছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com