
আলমগীর কবির।।
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এই স্বারকলিপি প্রদান করেন। তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার স্বার্থে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তাই প্রতিটি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার আহ্বান জানান।
স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মুফতি নাঈমুল ইসলাম, মুফতি মুসাদ্দিকুর রহমান আশরাফী, মুফতি আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা ওমর ফারুক সুলতানী, মুফতি নেয়ামতুল্লাহ আল-ফরিদী, হাফেজ সাইফুল্লাহ, মাওলানা মামুন মোস্তফী, মুফতি আবু ইউসুফ, মাওলানা ইলিয়াস, মাওলানা মাসুম চৌধুরী, মুফতি জিয়া উদ্দিন গালিব, মুফতি জিয়াউল হক এম.এ, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম এবং মুফতি জালালুদ্দিন আশরাফী।
নেতৃবৃন্দ আরও জানান, কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষার অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সরকারের প্রতি তাদের দাবি প্রজ্ঞাপন বাতিল করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃজন ও দ্রুত নিয়োগ নিশ্চিত করা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com