মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার চিকুটিয়া এলাকায় আটক হওয়া বাগডাশটি কুমিল্লা রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে। এর আগে আটক হওয়া বাগডাশটিকে বিক্রির চেষ্টা চালায় স্থানীয়া।
খবর পেয়ে ফাঁদে পড়া বাগডাশ বিক্রির চেষ্টা আটকে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
জানা গেছে, চৌয়ারা ইউনিয়নের চিকুটিয়া গ্রামে বৃহস্পতিবার ভোরে ধরা পড়ে বাগডাশটি। স্থানীয় যুবকেরা বাগডাশটি বিক্রির চেষ্টা করছিলেন। খবর পেয়ে ইউএনও এটিকে উদ্ধার করেন।
বিকেলে বাগডাশটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে রাজেপুর ইকোপার্কের শালবনে অবমুক্ত করা হয়।
চিকুটিয়া গ্রামের বশির বলেন, 'আমার মুরগির খামারে প্রায়ই হামলা করে বাগডাশ। বৃহস্পতিবার পাহারা বসিয়ে বাগডাশটি আটক করি। পরে স্থানীয় যুবকেরা বাগডাশটি নিয়ে যায়।'
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, ‘একটি বাগডাশ ধরা পড়েছে বলে খবর পাই। পরে গ্রাম-পুলিশ দিয়ে এটিকে উপজেলায় নিয়ে আসি। বাগডাশটির সেবা করা হচ্ছে। নিয়ম মেনে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com