কাজী খোরশেদ আলম।।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর বুড়িচং পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি মো. জহিরুল হক জজু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসার সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, মসজিদের খতিব ও দারুস সালাম মাদানীয়া মাদরাসার সভাপতি মাওলানা ক্বারী মোহাম্মদ রুহুল আমিন ফকির, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম রমজান, মানবতার বুড়িচং এর সেক্রেটারি মো. মহিউদ্দিন সবুজ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার গাফ্ফার খান চৌধুরী, ছাত্র প্রতিনিধি সায়মন, হাজী মোস্তফা, দারুস সালাম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল জব্বার ও সমাজকর্মী মো. শরীফুল ইসলাম।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের মুসল্লী, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।