মনির হোসাইন।।
দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার কেন্দ্রীয় বড় মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন,দুনিয়ার মজলুম এক হও লড়াই করো,ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার,বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বক্তরা বলেন,পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ানো। অথচ ফিলিমিস্তনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙ্গে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।
মাও. আব্দুর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাও: গাজী ইয়াকুব উসমানী, মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা সদরের সভাপতি মুফতি আমীর হুসাইন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মাও. আশরাফুল ইসলাম, মাও: মাহমুদুল্লাহ, আব্দুর রহমান আল মোজাফফর, মাও: দিদার এলাহী প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com