মো. বাছির উদ্দিন।।
ইসরাইল কর্তৃক গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(৭ এপ্রিল) সোমবার বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মুখ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েক হাজার মুসলিম তাওহীদি জনতা ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।
এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া এর পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিছু্র রহমান, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কাউছার, শিবির নেতা ওমর সানিসহ জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে মানবতার উপর ইসরাইল বর্বর হামলা চালাচ্ছে। নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছে। কিন্তু জাতিসংঘ কোন কিছু বলছে না। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে আছে। আমরা বীরের জাতি। কিন্তু আজ সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com