মোঃ বাছির উদ্দিন।।
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছাত্রলীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব তাসলিমা আক্তার, মহিলা নেত্রী সীমা আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ আল নূর দূর্জয়, ইসমাইল হোসেন মেম্বারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কেক কেটে ও দোয়া করে অনুষ্ঠান সফল ও স্বার্থক করে তুলেন নের্তৃবৃন্দরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com