মুরাদনগর প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১০নং যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত খেলায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, মানিক সরকার। ভবানীপুর ও শোলাপুকুরিয়া যুবকদের উদ্যোগে ছোটদল বনাম বড় দলের মধ্যে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকায় কমিটি টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। তাতেও খেলাটির নিস্পত্তি ঘটেনি। পরে শ্বাসরুদ্ধকর এ খেলার সভাপতি ১০নং যাত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
সাংবাদিক শামীম আহম্মেদের উপস্থাপনায় উক্ত খেলায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জজ মিয়া, আবুল খায়ের, আক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, খেলার সহ-সভাপতি রাকিবুল হাসান নয়ন, সমাজসেবক মিজানুর রহমান, আব্দুস ছালাম, আবু তাহের, বিল্লাল হোসেন ও ব্যবসায়ী আক্তার হোসেন প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com