শাহরিয়ার ইমন জয়।।
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ টি অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে অবস্থিত আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বন্যার্ত মানুষের মাঝে পুনর্বাসনের জন্য নগদ এ অর্থ তুলে দেন শিক্ষার্থী প্রতিনিধি সমাজকর্ম বিভাগের রিজোয়ান আহমেদ হাসনুর, মেহেদী হাসান সাগর ও শাহরিয়ার ইমন জয়।
শিক্ষার্থী প্রতিনিধি সমাজকর্ম বিভাগের শাহরিয়ার ইমন জয় বলেন, আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার সময় ৩০০ টি পরিবারকে ভারি এবং শুকনো খাবার বিতরণ করেছিলাম। বন্যা পরবর্তী কার্যক্রম হিসেবে ঘরবাড়ীহারা ১০ টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com