নিজস্ব প্রতিবেদক।।
শিশু কিশোরদের নিয়ে কাজ করা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সূর্য শিখার উদ্যােগে বন্যার্ত মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
শনিবার দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলার হরিপুরে সংগঠনের সদস্যরা রান্না করা খাবার বিতরণ করেন।
রান্না করা খাবার পেয়ে আনন্দিত হরিপুরের লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হরিপুর গ্রামের বাসিন্দা সুমন জানান, স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয় বুড়িচং উপজেলার মানুষ। দীর্ঘ ১০ দিন পানিবন্দি মানুষগুলো মানবেতর জীবন যাপন করছিলো। আমরা কয়েকজনকে এই খাবার সমস্যার কথা জানালে সূর্যশিখা আমাদের ডাকে সাড়া দিয়ে রান্না করা খাবার নিয়ে হাজির হয়।
সূর্য শিখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেহানা রহমান জানান, সংগঠনটির সামাজিক দায়বদ্ধতা থেকে এমন মহতি উদ্যােগ নেয়। এমন কাজে সহযোগীতা করেন সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন অন্যান্য সদস্যরা।