কুমিল্লা প্রতিনিধি।।
বন্যা শুরু পর থেকে ফেনীতে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্র। সোমবার (২৬ আগস্ট) সকাল পর্যন্ত তার কোন খোঁজ না পাওয়ায় একরকম দিশেহারা তার পরিবার। আহাজারি থামছেনা আত্মীয়স্বজনদের।
জানা গেছে, ওই মাদরাসা শিক্ষার্থী কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা মুজিবর রহমানের ছেলে হাফেজ আবু সুফিয়ান। তিনি ফেনীর পরশুরামের সমিতি রোড এলাকার ফয়জুল উলুম মারকাজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীর মা আছিয়া বেগম বলেন, গত ছয়দিন যাবত তার কোন খোঁজ পাচ্ছি না। আমাদের সাথে শেষ কথা হয়েছিল ২০ আগস্ট। এরপর থেকে মোবাইল বন্ধ। ২০ আগস্ট বলেছিল ‘মা মসজিদ মাদরাসায় পানি উঠেছে। দোয়া কইরেন।’ আমি বললাম ‘বাড়ি চজলে আয়।’ সে কান্না করে বলেছিল ‘বাড়ি আসার অবস্থা নেই। শুধু দোয়া কইরেন।’ তার মাদরাসায়ও খোঁজ নিতে পারছিনা। আমরা অনেক চেষ্টার পরেও কোন খবর পাচ্ছিনা।
শুনেছি ওই এলাকায় নাকি অনেক পানি। আমাদের ঘরবাড়িতেও পানি। তাই কোন ব্যবস্থা নিতে পারছিনা। তার জন্য আমাদের ঘুমও আসেনা। কত কষ্ট করে সন্তানকে মানুষ করলাম। আজ ৫দিন তার কোন খোঁজ নেই। এর আগে কখনই এমন ঘটনা ঘটেনি। আমি প্রশাসনের কাজে অনুরোধ জানাই যেন আমার ছেলের সন্ধ্যান দেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com