আবদুল্লাহ আল মারুফ।।
কুমিল্লার বরুড়ায় বন্যার্তদের জন্য উপহার সামগ্রী দিয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি। শনিবার (২৫ আগস্ট) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নু-এমং মারমা মং এর কাছে হস্তান্তর করেছে ব্যাংকের বরুড়া উপশাখার কর্মকর্তারা।
জানা গেছে, বন্যায় কুমিল্লার বুড়িচং, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোরগঞ্জ ও বরুড়ার কিছু অংশ প্লাবিত হয়। এসব এলাকায় আকস্মিক বন্যায় দিশেহারা হয়ে পড়ে লাখ বাসিন্দা৷ তাদের জন্য উপহার পাঠায় এসবিএসি ব্যাংক পিএলসি। এতে শুকনো খাবার, ঔষধ, জরুরি পন্যসহ বিভিন্ন জিনিস রয়েছে।
ত্রাণ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বরুড়া উপশাখার ইনচার্জ আরিফ আহমেদ, সিনিয়র অফিসার তোফাজ্জল হোসেন সাকিব, এক্সিকিউটিভ সাজ্জাদ হোসেন প্রমুখ।
উল্লেখ, এসবিএসি ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান (কুমিল্লা-৮) আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম। এর আগেও এসবিএসি ব্যাংকের উদ্যোগে বরুড়া উপজেলাজুড়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com