বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় ৫ জুলাই বুধবার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং মুদি দোকানসমূহে খাবার, খাবার তৈরির কার্যক্রম, দ্রব্য মূল্য, নকল ও ভেজাল পণ্য পরিবীক্ষণ করা হয়।
খাবারের গুণগত মান, সঠিক উপায়ে খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদের তারিখ ছাড়া বিক্রয়, দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম রাখা, ভেজাল ও নকল পণ্য মজুদ ও বিক্রয়সহ, হোটেল, রেস্তোরাঁ এবং মুদি দোকানসমূহে প্রচলিত আইনের ব্যতয় সম্পর্কিত অপরাধ আমলে নেয়া হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক ২ টি প্রতিষ্ঠানকে মোট ৯,০০০/-(নয় হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। প্রসিকিউশন প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।জেলা পুলিশের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com