বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া পৌরসভা ৬নং ওয়ার্ডের হুরুয়া সাকিনে মৌলভী বাজার হইতে বাভাইছড়ি গামী ইদুনি মার্কেট এর সামনে হইতে মাদকদ্রব্য সহ ০১ জন আসামীকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
জানা যায় বরুড়া থানার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা রক্ষায় কুমিল্লা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান এর নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরুড়া থানা পুলিশ।
গত ২৫ জুলাই বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মীর রেজাউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ)মোঃ আলী মর্তুজা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বরুড়া পৌরসভা ৬নং ওয়ার্ডের হুরুয়া সাকিনে মৌলভী বাজার হইতে বাতাইছড়ি গামী ইদুনি মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের ভিক্তিতে বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে হাসিনা বেগম (৪০), স্বামী-আনোয়ার হোসেন, সাং-হুরুয়া (ইদুনি বেগমের মার্কেট সংলগ্ন), ৬নং ওয়ার্ড, পৌরসভা, থানা-বরুড়া, জেলা-কুমিল্লাকে আটক করেন।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী কনস্টেবল দ্বারা আসামীর দেহ তল্লাশী কালে তাহার হাতে থাকা প্লাস্টিকের সাদা বাজারের ব্যাগের ভিতর রক্ষিত খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩টি প্যাকেটে মোট ০৩ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ২৫ জুলাই রাত ৯.৩৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই মোঃ আলী মর্তুজা বাদী হয়ে আটক হাসিনা বেগম (৪০), এবং পলাতক আসামী ২। আনোয়ার হোসেন (৫০), ৩। রিপন দের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বরুড়া থানার মামলা নং-২৪, তাং-২৬ জুলাই, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)৪১ রুজু করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com