ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার বরুড়া উপজেলার ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় গুণী ব্যাক্তিদের সম্মাননা স্মারক প্রদান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে৷ মানবতার বন্ধন সংগঠনের আয়োজনে ও প্রবাসী ফোরামের সার্বিক সহযোগীতায় আজ মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুল ইসলাম৷
মানবতার বন্ধন সংগঠনের সভাপতি মো: সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, ১০নং উত্তর শিলমূড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো: আবু ইসহাক, ডকটরস কমিউনিটি হসপিটালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আবদুর রহমান, ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী মোসলেম উদ্দিন, ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা অধ্যক্ষ আবুল হোসাইন, ডিমডুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন মজুমদার, ডিমডুল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিত্রী দত্ত, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মেম্বার হাজী রুস্তম আলী, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ডিমডুল গ্রামের সভাপতি হাফেজ মফিজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রব চৌধুরী৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতার বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও মানবতার বন্ধন সংগঠনের উপদেষ্ঠা মো: মনির হোসেন৷
আলোচনা সভা শেষে গ্রামের গুণী ব্যাক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নির্বাহী অফিসার অনিসুল হক৷
পরে ডিমডুল উচ্চ বিদ্যালয়, ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, ডিমডুল প্রাথমিক বিদ্যালয় ও ডিমডুল আদর্শ কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন নির্বাহী অফিসার অনিসুল হক সহ অতিথিরা৷
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com