বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের সাইলচোঁ গ্রামের মোঃ জসিম উদ্দিনের মেয়ে মারিয়া আক্তার (১২) গত ২১ মার্চ রবিবার সন্ধ্যা পৌনে ৭ টায় ইদুঁরের ঔষধ খেয়ে মৃত্যু।
স্হানীয় সূত্রে জানা যায় নিহত মারিয়া আক্তার (১২) মামার বাড়িতে থেকে শিলমুড়ী আর এ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী ছিলেন। তার মামার নাম ছিল আবাদ মিয়া। মারিয়া আক্তার (১২) ইদুঁরের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজন তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে মৃত্যু হয়।
এই বিষয়ে বরুড়া থানা উপপরিদর্শক বিশ্বজিৎ পাল বলেন মেয়েটি মানসিক বিষন্নতা থেকে কাজ করতে পারে।আমরা খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করে,লাশ নিয়ে এসেছি।লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে বরুড়া থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com