বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া পৌরসদরে বন্ধন প্লাজায় এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করেন আজ ৮ সেপ্টেম্বর বুধবার, দুপুর ১টা ৩০ মিনিটে বরুড়া বাজার কলেজ রোডস্থ বন্ধন প্লাজার দ্বিতীয় তলায়, বরুড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ও বরুড়া পৌরসভার মেয়র বক্তার হোসেন বখতিয়ার এর যৌথ ভাবে এনআরবিসি ব্যাংকের নাম করনীয় ফিতা কেটে উপশাখাটির উদ্বোধন করা হয়।
উক্ত ব্যাংক ম্যানেজার রাজিব চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি ঢাকা প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে আলোচনা করা হয়ে থাকে।
এবং চান্দিনা এনআরবিসি ব্যাংক কর্মকর্তার কামরুল হাসানের উপস্থিতিতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সভাপতিত্ব করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, উক্ত ব্যাংক ম্যানেজার রাজিব চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ডিজিএম জালাল উদ্দীন।