বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রাইম হাসপাতালে করোনা আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি মহোদয়ের নেতৃত্বে এবং অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন স্যারের তত্ত্বাবধানে পরিচালিত এই আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রে SQ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক অক্সিজেন সেবাসহ পুরোদমে ২৪ঘন্টা চিকিৎসা কার্যক্রম চলমান আছে।এই সময় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এই চিকিৎসা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম জানান বরুড়াবাসীর প্রতি অনুরোধ আপনার প্রতিবেশী বা পরিচিতজন যারাই করোনা আক্রান্ত বা করোনার লক্ষ্মণ রয়েছে তারা যেন উক্ত চিকিৎসা কেন্দ্রে জরুরি যোগাযোগ করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com