বরুড়া প্রতিনিধিঃ
ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় শুক্রবার বিকাল ৩টায় বরুড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক অরুন ভুষনের নেতৃত্বে, সম্প্রতি শারদীয় দূর্গা পূজায় কুমিল্লার পূজা মন্ডপ সহ সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি এ সকল সহিংস ঘটনার প্রতিবাদে বরুড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে ধিক্কার মিছিল কর্মসূচী পালন করা হয়।
পরে ধিক্কার মিছিল কর্মসূচীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীমাতা মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের সদস্য সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক রেলওয়ে কর্মকর্তা ও সংগঠনের প্রস্তাবিত কমিটির সভাপতি দীপক কুমার ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা সুনীল মজুমদার, বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন কৃষ্ণ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক তপন দাস, বরুড়া জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুদর্শন ভদ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌরসভা কমিটির সভাপতি তরুণ কুমার আচার্য্য, বরুড়া শারদাঞ্জলী ফোরামে সভাপতি বিনয় ভুষন সাহা প্রমুখ।
এই সময় বক্তারা সম্প্রতি শারদীয় দূর্গা পূজায় সহিংস ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার দাবী করাসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘুদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন করার দাবী জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com