বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া পৌরসভার অধীনে পৌরসদর বাজারে কমিউনিটি পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও তরান্বিত করার লক্ষ্যে আজ ১৫ জানুয়ারি রোববার সকাল ১২ টায় পৌরসভার মেয়র এর নিজ কার্যালয়ে পৌরসভার ৬ জন কমিউনিটি পুলিশদের মাঝে নতুন পোষাক প্রদান করেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার।
এই সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিনুর রহমান খান,পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বাজার পরিদর্শক মোঃ শাহাজাহান, মেয়র পিএস হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এই সময় বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার বলেন বরুড়া পৌরসদর বাজারে যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিউনিটি পুলিশ, সকল পুলিশ সদস্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে,সবসময় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে,দায়িত্ব পালনে অবহেলা বা কোন অনিয়মের তথ্য প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com