আরাফাত হোসেন, বরুড়া প্রতিনিধিঃ
আসছে মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে ১ কোটি মানুষকে খাদ্য বিতরন করার উদ্যেগে ভ্রাম্যমান ট্রাক সেলে খাদ্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন বরুড়া পৌরসভার মাননীয় মেয়র মোঃ বক্তার হোসেন (বখতিয়ার)।
এই সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সচিব মোঃ মহসিনুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাজাহান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান চৌধুরী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম সহ আরো অনেক নেতৃবৃন্দ।
জানা যায় আজ বরুড়া ৩টি ওয়ার্ডে ৩টি ট্রাকের মাধ্যমে টিসিবির খাদ্য বিতরন করা হবে।তার ধারাবাহিকতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের ভূমি অফিস মাঠে,৪নং ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস স্কুল এন্ড কলেজে মাঠে ও ৫নং ওয়ার্ডের জিনসার প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রাকে টিসিবি খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।ট্রাকে ১ লিটার তেল ১১০ টাকা,১ কেজি চিনি ৫৫ টাকা,১ কেজি ডাল ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে।কোনো জায়গায় খাদ্য সামগ্রী নিতে এসে দীর্ঘ লাইনে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগনকে।
এই বিষয়ে জানতে চাইলে বরুড়া পৌর মেয়র মোঃ বক্তার হোসেন বলেন মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ১ কোটি মানুষকে খাদ্য বিতরণ করার উদ্যেগ নেয়। তার ধারারবাহিকতায় বরুড়া পৌরসভার ৩ টি ওয়ার্ডে ৩টি ট্রাকের মাধ্যমে বিতরন শুরু হয়,পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে বিতরন অনুষ্ঠিত হবে।সকলে সুশৃঙ্খল ভাবে সেবা গ্রহনের পরামর্শ প্রদান করেন।