আরাফাত হোসেন বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া পৌর শহরের পাশ দিয়ে একটি বড় খাল বয়ে গেছে।এটা এখন পৌর শহরের পানি চলাচলের একমাত্র ব্যবস্হা। এখন পৌর শহরের পুরো খালে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানি চলাচলে বিগ্ন ঘটছে।
সরেজমিনে বরুড়া পৌর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় বরুড়া পৌরশহরে বাজারের অফিস পাড়া, মৌলভীবাজার, পাটানপাড়া, বিভিন্ন স্থানে খালে ময়লার কারনে পানি চলাচল করতে পারছে না। খালের বিভিন্ন স্হানে ময়লার স্তুপের জন্য পানি চলাচলের বাধা হয়ে পড়েছে।স্হানীয় একজন লোক মোঃ আসাদুজ্জামান বলেন আমাদের বাসার ময়লা গুলো পৌরসভা থেকে নিচ্ছে না, তার কারনে বাসা বাড়ির ময়লাগুলো খালে পেলে খাল ভরাট করে চলছে সাধারণ মানুষ। তিনি আরও বলেন পৌর এলাকা হয়েও পৌরসভা থেকে কোন ধরনের ময়লা আবর্জনা নিচ্ছে না।
বরুড়া পৌরসভার সচেতন নাগরিক মনে করেন বরুড়া পৌরসভার থেকে বিভিন্ন স্হানে ময়লা রাখার নির্দিষ্ট স্হান দিতে হবে। তাহলে পৌর বাসা বাড়ির ময়লাগুলো খালে পেলবে না।প্রতিদিন ময়লা পরিষ্কার করলে ময়লা থাকবে না।এখন খালকে পানি চলাচল সচল রাখতে খনন করতে হবে।তাই বরুড়া পৌরসভার সাধারণ নাগরিক পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com