
বি এম ফয়সাল, কুবি।।
বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে নবান্ন উৎসব। বাঙালির এই অনন্য ঐতিহ্য ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ আয়োজন করেছে ‘নবান্ন উৎসব-১৪৩২’।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উৎসবটি পালিত হয়। এতে প্রতিবর্তনের শিল্পীরা নৃত্য, সংগীত ও কবিতা পরিবেশন করেন।
নবান্ন উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবর্তনের উপদেষ্টা ও সহকারী প্রক্টর মাহমুদুল হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হোসাইন।
প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, “প্রতিবর্তন সবসময় বাংলা সংস্কৃতিকে লালন ও প্রচারের জন্য কাজ করে এসেছে। আজ প্রতিবর্তনের উদ্যোগে নবান্ন উৎসব আয়োজন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। নবান্ন আমাদের বাংলার প্রাণের উৎসব। ফসলের ঘ্রাণ, মাটির টান, সোনালি শস্যের হাসি সব মিলেই নবান্ন শুধু একটি উৎসব নয়, বরং বাংলার গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধের প্রতিচ্ছবি।”
উল্লেখ্য, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটার পর সেই ধানের প্রথম অন্ন গ্রহণকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com