
ইতালি প্রতিনিধি সরকার মোখলেছুর রহমান।।
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ইতালির ভেনিসে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান। সাধারণ সম্পাদক ও এনটিভির ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—চ্যানেল এস-এর ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক তিসা সুলতানা, অর্থ সম্পাদক সরকার মোখলেছুর রহমান, আইন ও দপ্তর সম্পাদক আবু নাঈম ভূইয়া, মহিলা সম্পাদক নারসিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে এ পেশাকে সুরক্ষিত করতে হবে।” তারা গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের উপর চালানো সব ধরনের নির্যাতনের অবসান দাবি করেন।
সভাপতির বক্তব্যে মাকসুদ রহমান বলেন, “বাংলাদেশের বিভিন্ন জেলায় সাংবাদিক হত্যা ও নির্যাতন উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। এভাবে চলতে থাকলে দেশ ও আন্তর্জাতিক মহলে কোনো সঠিক খবর পৌঁছাবে না। সত্য প্রকাশ বা ভিডিও ধারণ করতে গেলে প্রাণনাশের হুমকি পাওয়া এখন নিত্যদিনের ঘটনা।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের সব মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি এবং মিথ্যা মামলায় আটক বা কারাবন্দি সাংবাদিকদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com