কুমিল্লা নিউজ ডেস্ক।।
হালিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হালিমা টেলিকম দেশের বাজারে প্রথমবারের মতো মোবাইলফোন এনেছে। দেশীয় এই প্রতিষ্ঠান এ উপলক্ষ্যে বুধবার রাতে কুমিল্লা স্টেশন ক্লাবে জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি হালিমা টেলিকম সমকালীন প্রযুক্তির টি-১ ও এইচ-১ দু’টি মডেলের মোবাইলফোন বাজারে এনেছে। দু’টি মডেলে রয়েছে শক্তিশালী ব্যাটারীসহ স্ট্যান্ডবাই ঘণ্টা ও মাল্টিমিডিয়া সমর্থনসহ আকর্ষণীয় নকশা। এছাড়াও রয়েছে ফেসবুক ব্রাউজার, ৩২ জিবি পর্যন্ত ফোন মেমরি, ডিজিটাল ক্যামেরা, ইউএসবি ম্যাস স্টোরেজসহ বিভিন্ন সুবিধা। ২০১০ সালে কার্যক্রম শুরু হওয়া হালিমা গ্রুপের বর্তমানে ৮টি প্রতিষ্ঠান রয়েছে। যার সর্বশেষ সংযোজন হালিমা মোবাইলফোন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইসিটি বিভাগের হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা ফুটবল অ্যাসেসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাতসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com