নিউজ ডেস্ক।।
২৮ জুন ২০২১ খ্রিস্টাব্দ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর অতিরিক্ত মহাপরিচালক পদে মোঃ সফিকুল ইসলাম যোগদান করেন।
বার্ডের অতিরিক্ত মহাপরিচালক পদে সুপিরিয়র সিলেকশন বোর্ড বার্ডের জ্যেষ্ঠতম পরিচালক মোঃ সফিকুল ইসলাম এর নাম পদোন্নতির জন্য সুপারিশ করেন। গত ১৩ জুন ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত সুপারিশ অনুমোদন করেন।
অতিরিক্ত মহাপরিচালক পদে যোগদানের পূর্বে তিনি বার্ডের পরিচালক (প্রশাসন) পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যায়ল হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন।
তিনি ১৯৯৪ সালে বার্ডে উপ পরিচালক পদে যোগদান করেন। বার্ডে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে জনসংযোগ কর্মকর্তা হিসেবে ১৯৯১-১৯৯৪ পর্যন্ত কর্মরত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com