গাইবান্ধায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বপন মণ্ডল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আর্জেন্টিনার ফুটবল ভক্ত ছিলেন স্বপন মিয়া। চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট উপলক্ষে তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এসময় ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তারের বিদ্যুৎস্পর্শে ছিটকে মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মণ্ডল মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে এমন দুর্ঘটনায় যাতে কারো মৃত্যু না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com