
জহিরুল হক বাবু।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা কাটাতে ৩১ দফার কাঠামোগত সংস্কার অপরিহার্য। কুমিল্লাকেও একটি আধুনিক, সুশাসিত ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, বিএনপি নেতা মাহাবুব রহমান দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একটি রূপরেখা, যা জনগণের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে ধারাবাহিক প্রচারণা চালানো হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com