কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় ওয়ালটন প্লাজার উদ্যোগে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহ মাঠ থেকে র্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ঈদগায়ে এসে শেষ হয়।
বিজয় র্যালীটি উদ্ধোধন করেন কুমিল্লা জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।
এসময় ওয়ালটনের কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, ওয়ালটন রাজগন্জ প্লাজার সিনিয়র ম্যানেজার আরিফুল হক, চকবাজার প্লাজার সিনিয়র ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, পদুয়ার বাজার প্লাজার ম্যানেজার রাকিবুল হাসান, বুড়িচং প্লাজার ম্যানেজার আব্দুল আলিম, চান্দিনা প্লাজার ম্যানেজার নাহিদুল ইসলাম, ওয়ালটন প্লাজায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ওয়ালটন প্লাজার ডিলারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com