সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে ভারতে বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা হোমনা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার হোমনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে প্রদক্ষিন করে।
এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কবির হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফেজ আবদুস সালাম মোল্লা,আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান টিপু,ধর্মীয় নেতা ডা. মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ আলি আকবর মোল্লা, মোহাম্মদ বাহাউদ্দীন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ নেছারউদ্দিন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com