কুমিল্লা।।
‘‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’’ এই স্লোগানে কুমিল্লায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আবুল কালাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার কাজি আবদুর রহিম, ৩ নং দক্ষিন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হকসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com