আলমগীর হোসেন।।
২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে।
এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবদুল মালেক আনসারী এবং গীতা থেকে পাঠ করেন পূজন কর্মকার।
পরে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কুমিল্লা জুয়েলারী সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, চাঁদপুর জেলা বেকারী মালিক সমিতির জয়মন্ত কুন্ড, ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম, ওসান ফুড প্রোডাক্টস এর সত্তাধিকারী ইয়াসমিন আক্তার, ক্যাব কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম।
সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।
অনুষ্ঠানে কুমিল্লা জেলাসহ বিভিন্ন জেলার শিল্পোদ্যোক্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com