
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের (৬০) কে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
ডিবি পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতেই কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু তাহের বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি আব্দুস সালাম বলেন, আবু তাহেরকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com