
জহিরুল হক বাবু।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ১৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে বুড়িচংয় ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির বুড়িচং উপজেলা শাখার সভাপতি মো. সফিউল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইহছানুর রহমান শিহাবের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান এবং প্রধান মেহমান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা সভাপতি মু. সানাউল্লাহ রাসেল, জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা জেলা শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি ও কলেজ অধ্যক্ষ আবু তাহের, বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, ছাত্রশিবির কুমিল্লা জেলার সাবেক সভাপতি অ্যাড. সাইফুল আলম, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি মো. সুজন চৌধুরী এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, মো. তাজুল ইসলাম, মু. মহিব্বুল্লাহ এবং জেলা প্রকাশনা সম্পাদক মো. জোনায়েদ আর সিরাজি।
অনুষ্ঠানে বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও ভোকেশনাল ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ১৪২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com